ঢাকা, বুধবার ১০, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মা-মেয়েকে হত্যার ‘কারণ জানাল` গৃহকর্মী আয়েশা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া বিজয় দিবসে পতাকা হাতে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ‘দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়’

সন্তানের উদ্দেশে যে বার্তা দিলেন মাহির স্বামী রাকিব 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিয়া মাহির বিচ্ছেদের খবর কারও অজানা না। সামাজিক মাধ্যমে নায়িকা নিজে এ খবর জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রাকিব। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখেও চেপে গেছেন। তবে সামাজিক মাধ্যমে সন্তানের প্রতি নিয়মিত ভালোবাসা জানিয়েছেন তিনি। এবার ছেলে ফারিশের উদ্দেশে দিলেন এক বার্তা।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ইঙ্গিতে মাহিকে নিয়ে কিছু কথা লিখেছেন। শেষে সন্তানের উদ্দেশে লিখেছেন, সবাই একইরকম ভাগ্য নিয়ে দুনিয়ায় আসে না বাবা। ইন শা আল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ। 

এদিকে আস্থার জায়গা খুঁজছিলেন মাহিয়া মাহি। পেয়ে গেছেন আস্তানা। সামাজিক মাধ্যমে সচিত্র জানিয়েছেন নায়িকা। এ নিয়েও নিজের ওই পোস্টে লিখেছেন রাকিব। 

তার কথায়, আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লেয়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস,নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক।

মাহির আস্থার আস্তানায় মাদক দ্রব্য সীসা সাজানো থাকে উল্লেখ করে তিনি লেখেন, ভয়ংকর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা। তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফীর অজুহাতে আড়ালেই রয়ে গেল। সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব না।

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।